পদ্মা সেতুর দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ কত ৪০ টি তথ্য Padma bridge

পদ্মা সেতুর দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ কত ৪০ টি তথ্য Padma bridge

পদ্মা সেতুর দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ কত ৪০ টি তথ্য Padma bridge

আসসালামু আলাইকুম আজকে পদ্মা সেতুর আপডেট নিয়ে আলোচনা করব পদ্মা সেতুর দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ টি তথ্য Padma bridge জানাচ্ছি বিস্তারিত জানতে পারবেন নিম্ন লেখাটি পড়লে চলুন শুরু করি।

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে।

৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু।

পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং উচ্চতা খুবই সুন্দর ও দর্শনীয়

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।

এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহ যুগের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে।

সেতুটি দেশের উত্তর-পূর্ব অংশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে।

পদ্মা সেতু ব্যাকা কেন এবং পদ্মা সেতু বিশ্বের কততম সেতু জানতে ভিজিট করুন

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য, পদ্মা সেতু ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।

দ্বি-স্তর বিশিষ্ট স্টিল এবং কংক্রিটের ট্রাস ব্রিজের উপরের স্তরের উপরে একটি চার লেনের রাস্তা এবং নীচের স্তরে একটি একক রেল রয়েছে।

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান স্থাপন করে 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং 16.10 মিটার প্রস্থে দেশের বৃহত্তম সেতুটি নির্মাণ করা হয়েছে।

এর জন্য মোট জমির প্রয়োজন এবং অধিগ্রহণ করা হয়েছে 917 হেক্টর।

প্রিয় পাঠক, চলুন এবার জেনে নিই পদ্মা সেতুর বিস্তারিত।

1. পদ্মা সেতু প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

2. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: 6.15 কিমি।

3. পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ৭২ ফুট চার লেনের রাস্তা।

4. পদ্মা সেতুর শেষ স্প্যানটি কত তারিখে বসানো হয়?
উত্তর: 10/12/2020 ইং রোজ বৃহস্পতিবার।

5. পদ্মা সেতুর শেষ স্প্যান কবে বসানো হয়?
উত্তরঃ দুপুর ১২টা ২ মিনিট।

. পদ্মা সেতুর শেষ স্প্যানটি কোন পিলারের উপর স্থাপন করা হয়েছে?
উত্তর: 12 তম এবং 13 তম স্তম্ভে।

. পদ্মা সেতুর শেষ স্প্যানের সংখ্যা কত?
উত্তরঃ টু-এফ।
সেতুর শেষ স্প্যানের সংখ্যা কত?

. পদ্মা সেতুর শেষ স্প্যানটি কোন প্রান্তে স্থাপন করা হয়?
উত্তরঃ মাওয়া শেষে।

9. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কতটি?
উত্তর: 41তম।

10. কত কিমি. দৃশ্যমান?
উত্তর: 6.15 কিমি।

11. পদ্মা সেতুর সর্বাধুনিক স্প্যান বসানোর সাথে সাথে নিচের কোন এলাকার সাথে রাজধানীর সরাসরি সংযোগ রয়েছে?
উত্তরঃ দক্ষিণাঞ্চল।

12. পদ্মা সেতুর সর্বাধুনিক স্প্যান বসানোর মাধ্যমে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলে সরাসরি কতটি সড়ক নির্মাণ করা হয়েছে?
উত্তর: 21টি জেলা।

13. পদ্মা সেতুতে রেললাইন কোথায় বসানো হবে?
উত্তরঃ নিচে।

14. পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: 3.17 কিলোমিটার।

15. পদ্মা সেতুর সংযোগ সড়কটি কত কিলোমিটার?
উত্তর: উভয় প্রান্তে 14 কিলোমিটার।

16. পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদী ব্যবস্থাপনা হয়েছে?
উত্তর: উভয় দিকে 12 কিলোমিটার।

16. পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় কত?
উত্তরঃ ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

16. পদ্মা সেতু প্রকল্পে নদী ব্যবস্থাপনার খরচ কত?
উত্তরঃ ৬ হাজার ৭০৬ কোটি ৭১ লাখ টাকা।

19. পদ্মা সেতু প্রকল্পে জনবল কত?
উত্তর: প্রায় 4 হাজার।

20. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: 61টি।

21. জলস্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: 60 ফুট।

22. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: 363 ফুট।

23. প্রতিটি স্তম্ভের জন্য কয়টি পাইলিং?
উত্তর: 6টি।

24. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর: 264।

25. নদী শাসন কাজ করছে?
উত্তরঃ চীনের সিনো হাইড্রো।

26. পদ্মা সেতুতে কী থাকবে?
উত্তরঃ গ্যাস, বিদ্যুৎ এবং অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

26. পদ্মা সেতু কত প্রকার?
উত্তর: কংক্রিট ও স্টিল দিয়ে দোতলা এই সেতুটি নির্মাণ করা হবে।

26. পদ্মা সেতুর পিলারের সংখ্যা কত?
উত্তর: 42।

29. পদ্মা সেতু প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি?
উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

30. একটি সেতু নির্মাণ?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.

31. পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শুরু হয়?
উত্তর: 6 ডিসেম্বর 2014।

32. কয়টি জেলা সংযুক্ত হবে?
উত্তরঃ দক্ষিণের ২১টি জেলা।

33. সংযোগস্থল?
উত্তরঃ মাওয়া (মুন্সীগঞ্জ) ও জাজিরা (শরীয়তপুর)।

34. পদ্মা সেতুর স্প্যান পিলার স্থাপনের তারিখ কত?
#উত্তরঃ প্রথম স্প্যান 30 সেপ্টেম্বর 2018
41তম স্প্যান 10 ডিসেম্বর 2020।
পিলার 42 স্প্যান 41।
১ম স্প্যান বোসের ৩৮-৩৮ নং পিলারে
41তম স্প্যানে 12-13টি পিলারে।

35. দেশের জিডিপি কতটা বাড়বে?
উত্তরঃ 1.2%।

36. পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে?
উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)।

36. সরকার কখন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করবে?
উত্তর: জুন 17, 2014।

36. বিশ্বের গভীরতম পাইল সেতুর নাম কি?

উত্তরঃ পদ্মা সেতু।

পদ্মা সেতু ম্যাপ

এসি ঠান্ডা না হওয়ার কারণ জানুন

চল্লিশটি সিলিং ফ্যানের দাম জানুন

সূরা মূলক এর শানে নুযুল

 

Previous Post Next Post