আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর টোল কত: মোটরসাইকেল ১০০, ছোট যানবাহন ৭৫০ Padma bridge অন্যান্য গাড়ির কত টাকা আশা করি পোস্টটি সম্পুর্ণ পড়লে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে সেতু বিভাগ পদ্মা সেতুর প্রকাশ করে
১৭ মে মঙ্গলবার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী,
মোটরসাইকেলের জন্য 100 টাকা,
গাড়ি বা জীপের জন্য 750 টাকা,
পিকআপ ভ্যানের জন্য 1,200 টাকা,
মাইক্রোবাসের জন্য 1,300 টাকা,
ছোট বাসের জন্য 1,400 টাকা (31 আসন বা তার কম),
মাঝারি বাসের জন্য (32 আসন বা তার বেশি) 1,400 টাকা। )
টোল নির্ধারণ করা হয়েছে টাকা। বড় বাসের জন্য 2,400 (3 এক্সেল)
এছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) 1,600 টাকা, মাঝারি ট্রাক (5 টন থেকে 6 টনের বেশি) 2,100 টাকা, মাঝারি ট্রাক (8 টন থেকে 11 টনের বেশি)
2,600 টাকা, ট্রাক (3 এক্সেল) 5 পর্যন্ত হাজার ৫০০ টাকা, ট্রেলারে (৪ এক্সেল পর্যন্ত)
৬ হাজার টাকা এবং ট্রেলারে (৪ এক্সেল পর্যন্ত) ৮ হাজার টাকা এক্সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা যোগ করে টোল দিতে হবে।
পদ্মা সেতুর টোল কত: মোটরসাইকেল ১০০, ছোট যানবাহন ৭৫০
আগে ফেরিতে টোল ছিল, মোটরসাইকেলের জন্য ৬০ টাকা, গাড়ি বা জিপের জন্য ৫০০ টাকা, পিকআপ ভ্যানের জন্য ৮০০ টাকা,
মাইক্রোবাসের জন্য ৬০ টাকা, ছোট বাসের জন্য ৯০ টাকা, ছোট বাসে ৯৫০ টাকা, মাঝারি বাসের জন্য ১,৩৫০ টাকা,
মাঝারি বাসের জন্য ১,৫৬০ টাকা। বড় বাসের জন্য এবং 5 টন পর্যন্ত ট্রাকের জন্য 1,000 টাকা।
60 টাকা, 5 থেকে 6 টন ট্রাকের জন্য 1,400 টাকা, 6 থেকে 11 টন ট্রাকের জন্য 1,650 টাকা এবং 3 এক্সেল ট্রাকের জন্য 3,940 টাকা।
আরো পড়ুন পদ্মা সেতু কত কিলোমিটার কতটি পিলার কত টাকা খরচ হয়েছে 40 টি অজানা প্রশ্ন জানুন
পদ্মা সেতুর টোল কত
পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের দূরত্ব কমবে। সেই অনুপাতে জ্বালানি খরচ কমবে।
এদিকে ফেরি ও সেতুর টোলের মধ্যে পার্থক্য খুব বেশি নির্ধারণ করা হয়নি।
তবে পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন বিশেষ করে বাসের ভাড়া বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার পদ্মা সেতুর টোল চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এ নিয়ে আগামী ২৪ মে সেতু মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পরিবহন মালিকরা।
পদ্মা সেতু ব্যাকা কেন ও বিশ্বের কততম সেতু এটি জানতে ভিজিট করুন
টোলসহ ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা হতে হবে। তবে সেখানে ভাড়া বাড়ানোর পক্ষে যুক্তি দেখাবেন পরিবহন মালিকরা।
গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রে ফেরির তুলনায় সেতুর টোল কিছুটা বেশি।
মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের টোলও ফেরির তুলনায় কিছুটা বেড়েছে।
তবে মালবাহী যানবাহনের ক্ষেত্রে টোল অনেক বেশি হয়েছে।
সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে।
এই টোলের মাধ্যমে ৩৫ বছরের মধ্যে সেতুর ব্যয় বাড়াতে চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা রেল সেতুর টোলের ক্ষেত্রে ৩৫ বছরে খরচ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল কালের কণ্ঠকে বলেন, “আমি মনে করি পদ্মা সেতুতে টোলের হার সঠিক।
এতে জনগণের উপকারের পাশাপাশি পচনশীল পরিবহনের ঝুঁকিও কমবে। মাল।’
তিনি আরও বলেন, বিআরটিএ বাস মালিকদের সঙ্গে সঠিকভাবে আলোচনা করতে পারলে বাস ভাড়া খুব একটা বাড়বে না।
প্রতি কিলোমিটারের ভাড়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
পদ্মা সেতুর টোল কত: মোটরসাইকেল ১০০, ছোট যানবাহন ৭৫০
এই বিশেষজ্ঞের মতে, ফেরি টার্মিনালে টোলের বাইরে অনেক অদৃশ্য খরচ রয়েছে। যেমন দীর্ঘ সময় আটকে থাকলে একবেলা খাবার
বেশি খরচ করতে হয় পরিবহন শ্রমিকদের। প্রথমে ফেরিতে উঠতে হলে আপনাকে অবৈধভাবে টাকা খরচ করতে হবে। এটি সেতুতে থাকবে না।
ঢাকা থেকে সড়কপথে খুলনার দূরত্ব প্রায় ২৫৫ কিলোমিটার। কিন্তু পদ্মা সেতু দিয়ে যাতায়াত করলে দূরত্ব কমে যাবে ১৯০ কিলোমিটার।
এতে ৭৫ কিলোমিটার পথ কমে যাবে। এতে জ্বালানি খরচ কমবে।
পরিবহন কর্মকর্তাদের মতে, বেশিরভাগ বাসই চলে ডিজেলে। এক লিটার ডিজেলের দাম ৭৫ টাকা।
ঢাকা-খুলনা বাসের জ্বালানি খরচ কমবে প্রায় টাকা।
ট্রাকে জ্বালানি খরচ ১ হাজার ১৬০ টাকা, ট্রেলারে ২ হাজার ৬৩ টাকা, মাইক্রোবাস ও প্রাইভেটকারে ৫৬৯ টাকা এবং মোটরসাইকেলে ১৩৪ টাকা কমবে।
পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোরের দূরত্ব বর্তমান ২১২ কিলোমিটার থেকে কমে প্রায় ৫০ কিলোমিটার হবে।
এতে বাসে প্রায় ১৬ লিটার জ্বালানি সাশ্রয় হবে।
তবে যশোরে বাস মালিকরা বলছেন, তারা ফেরি পারাপারে বাস চালাবেন। এতে যাত্রী বেশি থাকবে।
ঢাকা-যশোর রুটের বাস জয় পরিবহনের মালিক আজিজুল আলম মিন্টু বলেন, “আমাদের বেশির ভাগ গাড়িই দৌলতদিয়া হয়ে যাবে। কারণ আমাদের বর্তমান রুটে যাত্রী বেশি।’
তবে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বরিশালের দূরত্ব বাড়বে সাত কিলোমিটার। এতে বাসের জ্বালানি খরচ বাড়বে প্রায় ১৬০ টাকা
প্রিয় পাঠক আমাদের এই ওয়েবসাইটে ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক মোবাইল জিও দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় তথ্যাবলী নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়ে থাকে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন আশা করি উপকৃত হতে পারবেন
আরো পড়ুন সূরা মূলক এর শানে নুযুল
আরো পড়ুন কিভাবে মাসে 40 50 হাজার টাকা ইনকাম করবেন অনলাইন থেকে