এসি ঠান্ডা না কারণ/এয়ার কন্ডিশনিং হঠাৎ ঠান্ডা না হলে করনীয় কি

এসি ঠান্ডা না কারণ/এয়ার কন্ডিশনিং হঠাৎ ঠান্ডা না হলে করনীয় কি

এসি ঠান্ডা না কারণ/এয়ার কন্ডিশনিং হঠাৎ ঠান্ডা না হলে করনীয় কি

আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জানাবো এসি ঠান্ডা না হওয়ার কারণ/এয়ার কন্ডিশনিং হঠাৎ ঠান্ডা না হলে কি করবেন। নীচে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার এসি আউটডোর কিনা। ভালো করে বুঝে পোস্টটি পড়ুন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

এসি ঠান্ডা হয় না কেন

অনেক সময় দেখা যায় পাখা ভিতরে ঘুরলেও বাইরে ঘুরছে না। ভিতরে ঠান্ডা না হওয়ার অনেক কারণ রয়েছে। অনেক সময় ভিতরে ঠাণ্ডা না হওয়ায় কম্প্রেসার বাইরে চলে না। এসি ঠান্ডা না হওয়ার দুটি সাধারণ কারণ। একটি হল এক্সটার্নাল কম্প্রেসার কাজ করে না। দ্বিতীয় সাধারণ বিষয় হল গ্যাস না থাকা খুবই সাধারণ।

আরো পড়ুন: বিআরবি সিলিং ফ্যানের দাম এবং আরো 20 টি কোম্পানি সিলিং ফ্যানের দাম

আরেকটি কারণ হল, রিমোটের সমস্যায় ফ্যানের শক্তি কমে গেলে গরম বাতাস বের হয়। আজ সে ব্যাপারে কথা বলব ধৈর্য ধরে নিচে পড়তে থাকুন।

আপনি যদি দেখেন যে এটি একেবারেই ঠান্ডা নয় তবে বেশিরভাগ সমস্যা হল কম্প্রেসার কম্প্রেসরে পাওয়ার নিতে পারে না যা সমস্যার কারণ।

যদি দেখেন বাইরের ফ্যান ঘুরছে এবং তারপরও এসির বাতাস ঠান্ডা হচ্ছে না, তাহলে ধরে নেবেন কম্প্রেসারে সমস্যা আছে। কম্প্রেসারে সমস্যা হলে মনে রাখবেন বাইরের ফ্যান ঘুরবে।

এসির ঠান্ডা হঠাৎ কমে গেলে কী করবেন

হঠাৎ করে দেখতে পেলেন এসির বাতাস আগের থেকে ঠান্ডা বাতাস কম দিচ্ছে। এসির বাতাস কম ঠান্ডা। আর দেওয়ার কারণ এবং এসির ঠাণ্ডা ঠিক না থাকলে কিকিতে সমস্যা হতে পারে। সেটুকু দেখুন-

এসির ঠান্ডা বাতাস হঠাৎ কমে গেলে এসি টেকনিশিয়ানকে দেখান যে এসির বাতাস গরম হওয়ার অনেক কারণ রয়েছে। লিক কম্প্রেসারের সমস্যা এসি ঠান্ডা না হওয়ার কারণ হতে পারে।

সুবিধা হল, এসি-তে বাতাস কম হলে সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানকে ফোন করতে পারেন। সাধারণত আমরা টেকনিশিয়ানদের দেখি যখন এসির বাতাস পুরোপুরি কমে যায়। শুরুতেই টেকনিশিয়ানকে ডাকার পরিবর্তে টেকনিশিয়ানকে ডাকলে কী সমস্যা তা খুঁজে বের করুন।

এসির ইগো অপারেটরে লেজিস্টা থাকলে যার কারণে এসির ঠাণ্ডা বাতাস ধীরে ধীরে কমে যায়। সেক্ষেত্রে ইগো অপারেটর সাকশন লাইনে একজন লেজিস্টা। বাইরে থেকে যে বাতাস বইছে। ইগো অপারেটরে লেজিস্টা থাকার কারণে সেখানে ময়লা ঢুকতে শুরু করে।

এবং মাঝে মাঝে যা হয় তা হল AC এর বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় এবং আর কখনও হয় না। এক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিতে পারে তা হল AC এর কম্প্রেসারে সমস্যা হতে পারে।

কম্প্রেসরে ধুলো থাকলে কম্প্রেসার মাঝে মাঝে আবার ওভারলোড হয়। ক্যাপাসিটর দুর্বল বা ক্যাপাসিটরে সমস্যা আছে। তারপর SE হঠাৎ ঠান্ডা হয়ে যাবে তারপর কম্প্রেসার আবার ওভারলোড হয়ে ঠান্ডা বাতাস গরম হয়ে যাবে।

ইগো অপারেটরে লেজিস্টা দিয়ে ধীরে ধীরে ময়লা যাওয়ার কারণে কম্প্রেসার সমস্যা হয়। এসি ফিল্টার নোংরা হয়ে যায় এবং সমস্যা সৃষ্টি করে। ময়লার কারণে এসি আবার ধুতে হয়, এতে পরবর্তী এসির জন্য আরও সমস্যা হতে পারে।

অবশ্যই যখন আপনার এসির বাতাস ঠাণ্ডা বা ঠাণ্ডা হয়ে যায়, আপনি অবিলম্বে একজন এসি টেকনিশিয়ানকে কল করবেন না তখন এসির পরবর্তী বড় সমস্যাটি ঘটে। অনেক সময় বৈদ্যুতিক সমস্যা এবং দুর্ঘটনা ঘটতে পারে বলে টেকনিশিয়ানকে আগেই জানিয়ে দেওয়া ভাল।

এটাই এসি কম্প্রেসারের সমস্যা

ক্যাপাসিটরের সমস্যা সমস্যা হলে কম্প্রেসার চেঞ্জ করুন না হলে ক্যাপাসিটরের সমস্যা হতে পারে

এসি রিমোটের ব্যাপার

অনেক সময় দেখা যায় ভুলবশত আমাদের রিমোটে ফ্রেন্ড বাটন থাকে এবং আমরা সেটি টিপে ফাংশন পরিবর্তন করি না যার ফলে গরম বাতাস বের হতে পারে।

এর জন্য রিমোটের ডিসপ্লে লক্ষ্য করে দেখবেন রিমোটে ফ্যান অটো আছে কিনা। যদি না হয়, রিমোট থেকে অটো মোডে ফ্যান বোতাম টিপুন৷

যদি মনে হয় রিমোটে কোনো সমস্যা আছে, রিমোটে ট্যাপ না করে রিমোট থেকে ব্যাটারি খুলে রিমোটের অন-অফ অন/অফ বোতাম টিপুন এবং এসি ব্যাটারি আবার কানেক্ট করুন, এই সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করা যেতে পারে। দূরবর্তী থেকে।

আমি এই ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রযুক্তি সম্পর্কিত পোস্ট আপলোড করছি। এই প্রশ্নগুলি পেতে, আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের সাথে থাকতে হবে। ফ্রিজ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ ফ্রিজ সম্পর্কে পরে পোস্ট করব।

এই ওয়েবসাইটে আরো পোস্ট আছে, আপনি সেগুলো দেখতে পারেন, আপনার কাজে লাগবে। এই ওয়েবসাইটে পোস্টগুলো খুব যত্ন সহকারে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোন ভুল থাকলে নিজেই সমস্যা সমাধান করে কমেন্ট করে জানাবেন।

আরো পড়ুন সূরা মূলক এর শানে নুযুল

Previous Post Next Post