ত্বকের তেলতেলে ভাব দূর উপায়
ত্বকের তেলতেলে ভাব দূর করুন ২ দিনেই ত্বকের তৈলাক্ত সমস্যা আমাদের সবারই কম বেশি আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই থাকে এই তৈলাক্ত ত্বকের সমস্যা।
গরম আর বর্ষা আসলে ত্বকের তৈলাক্ত আরো দিগুণহারে বেড়ে যায়।
সারাক্ষণ তেল চিটচিটে ত্বকে ধুলোবালি জমে ব্রণ, ও ত্বকের অন্যান্য সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে মধুতে
ত্বকের তেলতেলে ভাব দূর করুন ২ দিনেই
তৈলাক্ত ত্বকে কালচে ছাপ পড়ার একটা সম্ভাবনা থাকে। ত্বক যত তৈলাক্ত হবে, ততই বাড়বে তার কালচে ভাব। তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই দিনের মধ্যে অন্তত তিন থেকে চারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকি।
আরও পড়ুনঃ যে সব খাবারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে
বাজারের নানান রকম ফেসওয়াশ ব্যবহার করে মুখের তৈলাক্ত ভাব কাটানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও সমস্যা থেকেই যায়! তা ছাড়া, বাজারের নানান রকম ফেসওয়াশ ব্যবহারে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
তবে ঘরোয়া ভেষজ পদ্ধতিতেও তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেই তৈলাক্ত ত্বক আর মুখের কালচে ভাব দূর করার সহজ উপায়:
উপকরণ: ১টি পাকা কলা, ২ চামচ পাতি লেবুর রস, ১ চামচ মধু।
আরও পড়ুনঃ মোটা ও স্মার্ট হওয়ার সহজ উপায়
ব্যবহার পদ্ধতি:
প্রথমে কলার খোসা ছাড়িয়ে ভালো করে নিন। তারপর এর সাথে মধু ও লেবুর রস ভালো করে মিশিয়ে ঘন পেস্টের মতো করে নিন।
পাকা কলা, লেবুর রস এবং মধু দিয়ে তৈরি এই পেস্টটি হাত, মুখ এবং ঘাড়ের ত্বকে লাগান। এটি মুখে 15 মিনিটের জন্য রেখে দিন।
15 মিনিটের পরে, আপনার মুখ ভাল করে ধুয়ে ফেলুন এবং একটি নরম তোয়ালে দিয়ে মুছুন। তবে জোরে চাপ দিয়ে বা ঘষে মুখ মুছবেন না। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাকটি ব্যবহার করতে পারলে খুব ভালো ফল পাবেন।
আরও পড়ুনঃ অর্জুন গাছের ছালের উপকারিতা সম্পর্কে
তৈলাক্ত ত্বকের যত্নে কলা খুবই কার্যকরী। এটি ত্বকের ঔজ্জ্বল্য ও ঔজ্জ্বল্য বাড়াতেও সাহায্য করে। লেবুর রস তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে সাহায্য করে।
সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে।
মধু একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণ এবং ব্রণের সমস্যা দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
আরও পড়ুনঃ সুরা মুলক এর শানে নুযূল