অর্জুন গাছের ছালের উপকারিতা-Arjuna Brak

অর্জুন গাছের ছালের উপকারিতা-Arjuna Brak

সম্মানিত ভিজিটর আমাদের ufkbd.com ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

আজকে আমরা আলোচনা করব অর্জুন গাছ এর সকল প্রকার গুণ সম্পর্কে ব্যবহার পদ্ধতি এবং অর্জুন গাছের ছাল কোন কোন কাজে ব্যবহার করা যায় তাহলে চলুন শুরু করা যাক 

অর্জুন গাছ

ঔষধি গাছ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল অর্জুন গাছ বহুদিন আগে রাস্তার পাশে সারি সারি অর্জুন গাছ দেখা যেত।

এই গাছ যখন ঐ নজরে আসত তখন ছালতোলা হতো । আমরা যখন আমাদের বাড়ি থেকে স্কুল যেতাম বাড়ি থেকে তখন দেখতে পেতাম

রাস্তার দু’পাশে সারি সারি অর্জুন গাছ ছিল রাস্তা সংস্কারের দোহাই দিয়ে সমস্ত অর্জুন গাছ প্রায় বিলুপ্ত পথে এখন আর অর্জুন গাছ দেখা যায় না

যাইহোক বইয়ের পাতায় দু-একবার করলেও আমাদের বর্তমান প্রজন্মের অনেকের কাছেই এই গাছটি অচেনা ।

প্রিয় ভিজিটর আজকের লেখা জুড়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বের বিখ্যাত হেলথ ম্যাগাজিন ও

বিশেষজ্ঞদের মতে অর্জুন গাছের ছালের উপকারিতা ও ঔষধি গুণ অর্জুন গাছের ছাল খাওয়ার নিয়ম।

বা কোন নিয়ম খেলে ভালো উপকার পাওয়া যায় ও এই গাছটি এবং ছাল নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য

অর্জুন গাছ কি

প্রিয় পাঠক আমরা এখন আলোচনা করতে চলেছি অর্জুন গাছের পরিচিতি সম্পর্কে

গাছটিকে ইংরেজিতে Terminalia Arjuna বা অর্জুন গাছ বলা হয়ে থাকে অর্জুন গাছ একটি ঔষধি উদ্ভিদ

প্রাচীনকাল থেকে নানা রোগের চিকিৎসায় এই গাছ ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে এই গাছের ছাল

বেশ উপকারী ও রয়েছে নানা ওষুধিগুণ অর্জুন গাছের উচ্চতা সাধারণত 25 থেকে 30 মিটার হয়ে থাকে

অর্জুন গাছের ছালের উপকারিতা কি?

চলুন তাহলে এ পর্যায়ে অর্জুন গাছ ও তার ছালের নানা উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-

১. হৃদরোগ থেকে মুক্তি অর্জুনের কার্যকারিত

আমাদের অনেকেরই বুক ধড়ফড় করার সমস্যা আছে। অর্জুনের ছাল এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য এটি বেশ কাজ করে। নিয়মিত সকালে শুকনো অর্জুন ছালের গুঁড়া, চিনি ও গরুর দুধ খেলে বুক ধরফড় কমে।

২.স্কিনের পরিচর্যায় অর্জুনের উপকারিতা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অর্জুনের নানা ফেস প্যাক কিনতে পাওয়া যায়।

এই গুঁড়ার সাথে মধু মিশিয়ে ব্রনের উপরে প্রয়োগ করলে ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি মেচেতার দাগ থেকেও মুক্তি মেলে।

৩. হজম ক্ষমতা বৃদ্ধি অর্জুনের ব্যবহার

আমাদের অনেকের হজম জনিত নানা সমস্যা থাকে। নিয়মিত অর্জুনের ছাল খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।

পাশাপাশি এটি আপনার খাদ্যতন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখে। তাই পেটে গ্যাস জনিত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি অর্জুন গাছের ছাল সেবন করতে পারেন।

৪. লিভারের সুস্থ রাখে অর্জুনের ছাল

লিভারের  সমস্যা একদিনে তৈরি হয় না। আর একবার লিভার আক্রান্ত হয়ে গেলে তা খুবই মারাত্মক।

তবে সঠিক চিকিৎসা গ্রহনে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। লিভার সুস্থ রাখতে মাঝে মাঝে অর্জুনের ছাল বা এর

গুঁড়া রাতে পানিতে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে সেই পানি পান করুন।

৫. মাড়ির সমস্যা থেকে মুক্তি পেতে অর্জুনের ছাল

দাঁতের মাড়ির ব্যাথা, মাড়ির গোরা থেকে রক্ত বের হওয়ার মতো সমস্যা আমাদের অনেকেরই রয়েছে।

আর এটি অন্যতম একটি সাধারন সমস্যা। WHO এর তথ্য মতে বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ তাদের জীবনে মাড়ির সমস্যাস ভোগে।

অর্জুন গাছের ছাল মাড়ির ব্যাথা থেকে মুক্তি দেয়। এই জন্য আপনি সকালে দাঁতের মাজনের মতো করে ছালের গুঁড়া ব্যবহার করুন।

৬. অর্জুনের ছাল ব্যবহারে যৌন-সক্ষমতা বৃদ্ধি

মানুষের যৌন সমস্যা একটি কমন সমস্যা। তবে কিছু নিয়ম মেনে চিকিৎসা করলে এই মধুর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তবে কোন উত্তেজক কিংবা বাজারে লোভনীয় বিজ্ঞাপন দেখে কোন ঔষধ গ্রহন করা থেকে বিরত থাকুন।

অর্জুন গাছের ছালে থাকা স্যাপোনিন আপনার যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

৭. রক্তপিত্ত থেকে মুক্তি পেতে অর্জুনের ছাল ব্যবহার

রক্তপিত্ত আরেকটি সাধারন সমস্যা। আমাদের কারও রক্তপিত্ত হলে আমার খুবই ভয় পাই।

তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মূলত শরীর অতিরিক্ত গরম হলে এই সমস্যা দেখা দেয়।

পানিতে ভিজিয়ে রাখা অর্জুনের ছাল সেবন করলে রক্ত পিত্ত থেকে মুক্তি পাওয়া যায়।

৮. অর্জুনের ছাল শুষ্ক কাশি কমায়

রাতে সরাসরি ফ্যানের বাতাস লাগলে কিংবা বৃষ্টিতে ভিজে সামান্য ঠাণ্ডা লেগে আমাদের অনেকেরই শুষ্ক কাশি হয়ে থাকে।

অনেক সময় দীর্ঘদিন এই কাশি থেকে যায়। এই সমস্যা থেকে বাঁচতে আপনি অর্জুন গাছের ছালের সাহায্য নিতে পারেন।

অর্জুন গাছের ছাল আর বাসক পাতার পানিতে ভিজিয়ে রাখুন শুকিয়ে গেলে গুঁড়া করুন এবং মধু বা মিছিরর সাথে মিশিয়ে খেয়ে ফেলুন।

আশা করি মুক্তি পাবেন। কাশি সারতে তুলসী পাতা চিবিয়ে রস খেতে পারেন।

৯. রক্ত আমাশয় থেকে মুক্তি পেতে অর্জুনের ছাল

আমাদের অনেকেরই রক্ত আমাশয় হয়ে থাকে। এমন অবস্থায় আমরা ভয় পেয়ে যাই।

রক্ত আমাশয় ধরা পড়লে ৫ গ্রাম পরিমাণ কাঁচা অর্জুন ছাল বেটে পিষে অথবা গুঁড়া নরমল পানির সাথে খেলে রক্ত আমাশয় থেকে মুক্তি পাওয়া যায়।

১০. অর্জুনের ব্যবহারে ক্যান্সার প্রতিরোধ

নিয়মিত অর্জুন গাছের ছাল সেবন শরীরে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে।

১১. অর্জুনের ছাল ব্যাথা ব্যবহার করুন

অনেক সময় অসাবধানতার কারনে আমরা হাত পা মচকে ব্যাথা পাই। আবার সেখানে চিড় হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

ব্যাথা থেকে মুক্তি পেতে ব্যাথা যায়গায় অর্জুনের ছাল বেটে এর সাথে রসুন বাটা মিশিয়ে বা একসাথে বেটে লাগান।

রাতে ঘুমানোর আগে দুধের সাথে অর্জুন ছালের গুঁড়া বা পাউডার মিশিয়ে পান করতে পারেন।

অর্জুনের ছালের উপকারিতা

অর্জুন গাছের ছাল খাওয়ার নিয়ম

এই গাছের ছাল খাওয়ার নিয়ম নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন।

নিয়ম করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে পরিমাণ মতো অর্জুনের শুকনা ছাল কিংবা গুঁড়া ভিজিয়ে রাখুন।

সকালে ঘুম থেকে উঠে পানি ছেকে পান করে ফেলুন।কাশি থেকে মুক্তি পেতে অর্জুনের গুঁড়ার সাথে মধু কিংবা মিছরি মিশিয়ে খেয়ে ফেলুন।

 অর্জুন গাছেরছালের দাম

১ কেজি অর্জুন গাছের ছালের পাউডারের দাম ৫০০ টাকা থেকে ৭০০ টাকা। 

অর্গানিক পন্যের দোকান, অনলাইন শপ কিংবা ফার্মেসীতে এই গুঁড়া কিনতে পাওয়া যায়।

অর্জুন গাছের ফলের গুনাগুন

১.রক্তে নিম্নচাপ থাকলে অর্জুনের ছালের রস সেবনে উপকার না।

২.হয় রক্তক্ষরণে 5 বা 6 গ্রাম ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে  পানি খেলে আরোগ্য লাভ করা যায়।

৩.শ্বেত বা রক্ত প্রদহে ছাল ভেজানো পানি আধ চামচ কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৪.ক্ষয়কাশে অর্জুনের ছালের গুড়া বাসক পাতার রসে ভিজিয়ে ঘি মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৫.অর্জুনের ফল এছাড়া হাঁপানিতে টুকরো করে তামাকের মতো ধোয়া টানলে উপকার হয়।

৬.হার্নিয়া তে অর্জুন ফল কোমরে বেঁধে রাখলে উপকার পাওয়া যায় কাঁচা পাতার রস সেবনে আমাশয় রোগ ভালো হয় এটা বহু পরীক্ষিত।

অর্জুন গাছের ছালের উপকারিতা

৭.হৃদপিন্ডের দুর্বলতা ও সাধারন দুর্বলতায় ৩-৪ গ্রাম অর্জুন ছাল প্রত্যহ দুবার এক গ্লাস পরিমাণ সেবন করেন নিয়মিত এক মাস সেবন করলে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। ইনশাআল্লাহ

৮.কাঁচা অর্জুনের ছাল পাঁচগ্রাম পরিমাণ নিয়ে ভালোভাবে পিসের ঠান্ডা পানি সহ দিনে দুবার খেলে রক্ত আমাশয় বিশেষ উপকারী হয়ে থাকে

৯.২০ গ্রাম পরিমাণ আধাচূর্ণ অর্জুন ছাল নিয়ে দুই কেজি পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে জাল করে নামিয়ে ছেঁকে নিয়ে সেবন করুন‌।

উল্লেখিত নিয়মে দিনে দুই-তিনবার সেবন করলে রোগ থেকে  দ্রুত মুক্তি মিলবে।

১০.বিচূর্ণ ফল রক্তচাপ কমায় মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভার সিরোসিস টনিক হিসেবে কাজ করে

লিভারের সক্ষমতা বাড়ায় মুখে খাবারের রুচি আসতে সাহায্য করে ।

১১.অর্জুন গাছের ছাল জিব্বা ও মাড়ির ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মাঢ়ির রক্তপড়া বন্ধ করে।

এটি সংকোচন ও জ্বর কমানো এর ঔষধ হিসেবেও কাজ করে।

১২.অর্জুনের ছাল চর্ম ও যৌন রোগে গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করে এবং যৌন উদ্দীপনা বাড়াতে অর্জুন গাছের ছালের জুড়ি নেই।

১৩.অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায় খাদ্য প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে এতে অর্জুন বহু কার্যকরী একটি ঔষধ।

অর্জুন পাউডার

অর্জুন গাছের ছালের উপকারিতা অ্যাজমা রোগে

অ্যাজমা রোগ সারাতে অর্জুন গাছের ছালের পাউডার ১২ গ্রাম দুধের ক্ষীর বা পায়েস এর সাথে মিশিয়ে খেলে অ্যাজমা আক্রান্ত ব্যক্তির অ্যাজমা রোগের স্থায়ী সমাধান হবে।

অর্জুন গাছের ছালের উপকারিতা হার মচকে গেলে বা চির সারাতে

হার মচকে গেলে অথবা চির ধরলে অর্জুন গাছের ছাল ও রসুন বেটে অল্প গরম করে মচকানো জায়গায় লাগিয়ে বেঁধে রাখলে

সেরে যায় তবে সেই সাথে অর্জুন গাছের ছালের চূর্ণ দুই বা তিন গ্রাম মাত্রায় আধা চামচ ঘি সিকি কাপ দুধ 

মিশিয়ে অথবা শুধু দুধ মিশিয়ে খেলে আরো ভালো হয়

অর্জুন গাছ সম্পর্কে সর্বশেষ

আপনার কোন শারীরিক সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। নিয়মিত কোন শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

সম্মানিত ভিজিটর আপনাদের জন্য সকল তাফসীর গ্রন্থের লিংক দেওয়া হলো নিচে 👇

সকল তাফসীর খন্ড পিডিএফ ফরমেটে পড়ুন

তাফসীরে মাযহারী পিডিএফ লিঙ্ক 

তাফসীরে তাবারী সকল খন্ড পড়ুন 

তাফসিরে জালালাইন সকল খন্ড পড়ুন 

তাফসির ইবনে কাসির সব খন্ড পড়ুন 

তাফসিরে উসমানী পিডিএফ লিঙ্ক 

সুরা মুলক এর শানে নুযূল ফজিলত তাফসির সহ সমস্ত তথ্য 

সুরা ইখলাসের সকল তথ্য পড়ুন 

নফল নামাজ পড়ার সময় নিয়ম ও সুরা সহ সমস্ত তথ্য

ভালবাসার মানুষকে বশে রাখার পরীক্ষিত পদ্ধতি ও আমল

সুরা ফাতিহা সকল তথ্য পড়ুন 

সুস্থ থাকতে এখানে ক্লিক করুন 

*স্বাস্থ্য অথবা ইসলাম বিভাগে আপনার লেখা পাঠাতে মেইল করুন*

fumor209@gmail.com

Previous Post Next Post