২৪ ঘন্টায় গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় । Google AdSense approval tricks 2022

২৪ ঘন্টায় গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় । Google AdSense approval tricks 2022

২৪ ঘন্টায় গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় । Google AdSense approval tricks 2022


হ্যাঁ আপনি সত্যি শুনেছেন মাত্র ২৪ ঘন্টায় আপনার ওয়েবসাইটে google এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন।

সম্মানিত ভিজিটর প্রথমেই আপনাকে এই পোস্টে ভিজিট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অন্য পোস্টঃ বড়লোক হওয়ার কৌশল 

নিশ্চয়ই আপনি একজন ব্লগার অর্থাৎ ওয়েবসাইটে আপনি আর্টিকেল পাবলিস্ট করে থাকেন।

আপনার উদ্দেশ্য হলো আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে আপনার সাইটে মনিটাইজেশন করে অনলাইন থেকে ইনকাম করবেন।

আপনি যত কষ্টই করেন না কেন যত সুন্দর করে পোস্ট করেন না কেন আপনি যদি google এডসেন্স অ্যাপ্রুভাল ২০২২ এর নিয়ম-কানুন না জানেন তাহলে কখনোই আপনি গুগল এডসেন্সের প্রবাল পাবেন না।

 ২৪ ঘন্টায় গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় । Google AdSense approval tricks 2022

এজন্য আপনি একটি বলক তৈরি করার আগে আপনাকে গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার বিষয়টি মাথায় রেখে ব্লগিং সাইট তৈরি করতে হবে।

আমি আশা করি আজকের পোস্টে আমি আমার অভিজ্ঞতা এবং বাস্তবতা পাশাপাশি google এর নিয়ম কানুন আপনাদের সাথে খোলামেলা শেয়ার করব।

যাতে করে আপনার ওয়েবসাইটে লেখা পোস্টগুলো আপনি গুগলের এড বসিয়ে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন।

যদি আপনি আজকের পোস্টের একটি বিষয় মিস করেন তো তাহলে আপনি গুগল এডসেন্স এর এপ্রুভ নাও পেতে পারেন।

আপনি জেনে থাকবেন পৃথিবীতে যে কোন কোম্পানি যে কোন ইন্ডাস্ট্রি অথবা যে কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি নীতিমালার উপরে পরিচালিত হয়।

বিশ্বের ইন্টারন্যাশনাল কোম্পানির ভিতরে ইন্টারনেট সেক্টরে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় কোম্পানি হলো google।

লক্ষ লক্ষ বেকার যুবক তারা বনবিহীন করে মাসে হিউজ পরিমাণে টাকা আয় করছে ঘরে বসেই।

আমি বলব আপনিও যদি ঠিক একই ভাবে মাসে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে চান।

তাহলে মনে করুন গুগল একটি কোম্পানি এবং আপনাকে একটি কাজ বুঝিয়ে দিয়েছে গুগল।

আপনি যদি গুগলের কোম্পানিতে কাজ করতে চান তাহলে গুগলের নীতিমালা মেনে আপনাকে কাজ করে মাসিক বেতন তুলতে হবে।

আপনার ওয়েবসাইটটি আপনার অফিস গুগল আপনাকে আপনার ওয়েবসাইটে বসে কাজ করার বিনিময়ে মাসে আপনার কাজের ধরন অনুযায়ী একটা টাকা পেইড করবে।

আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন আমি এত কথা বলছি কেন আসলে আমরা গুগল থেকে বা অনলাইন থেকে আয় করতে চাই কিন্তু নিয়ম ফলো করি না।

অনলাইনে ইনকাম করতে আসে লক্ষ লক্ষ মানুষ ফিরে গেছে আমি চাচ্ছি আপনি ফিরে না যান।

এজন্যই তো এত কথা বলছি আরে ভাই আপনি যে কোন সেক্টরে মানুষ চুরি করতে গেলেও তার একটা নিয়ম পদ্ধতি আছে।

অথচ আপনি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি গুগলের সাথে কাজ করবেন কোন নিয়ম নীতি মানবেন না আপনি বলবেন google আমাকে ইনকাম দিচ্ছেনা তা তো হবে না।

বন্ধুরা সব কথার শেষ কথা আপনাকে এডসেন্স এপ্রুভালের নিয়ম গুলো ১০০% মানতে হবে না হয় আপনি এডসেন্সের অনুমোদন পাবেন না।

আমি আপনাদের সাথে দশটি বিষয়ে শেয়ার করব আপনি আপনার ওয়েবসাইটে দশটি বিষয় কার্যকর করুন।

আমি ২০০% নিশ্চয়তা দিচ্ছি ২৪ ঘন্টায় আপনার ওয়েবসাইট গুগল এডসেন্সের অনুমোদন দিবে এডসেন্স পেলে আপনি লক্ষ টাকাও আয় করতে পারবেন।

1. Website Design 

গুগলের নীতি মেনে প্রথমে আপনার ওয়েবসাইট ডিজাইন করুন। 

যাতে করে Google আপনার ওয়েবসাইটে প্রবেশ করে এড দেখানোর নির্দিষ্ট সুন্দর সুন্দর স্থান খুঁজে পায় and দেখতে ভালো লাগে।

কারণ আপনার দোকানে ভালো প্রোডাক্ট থাকলেই হবে না, আপনার দোকানকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে।

উল্লেখযোগ্য website SEO, Article SEO + এডসেন্স অনুমোদনের জন্য থিমস খুবই গুরুত্বপূর্ণ।

এজন্য অবশ্যই 10$ দশ ডলারের ভিতরে অনলাইন থেকে ভালো মানের একটি থিমস ব্যবহার করুন।

Website design করলে ভিজিটর আপনার সাইটে এসে বেশি সময় থাকবে ।

এবং পরবর্তীতে আসার সম্ভাবনা আছে একজন ভিজিটর আপনার সাইটে যত সময় থাকবে ।

সে সময়ের উপর এনালাইস করে গুগল আপনার পোস্টের রেংকিং দিবে।

2. Create pages

হ্যাঁ গুগল এডসেন্স অনুমোদনের জন্য আপনাকে অবশ্যই পাঁচটি গুরুত্বপূর্ণ page s তৈরি করতে হবে পেজগুলোর নাম নিচে দেওয়া হল।

  • About
  • Contact us
  • Privacy policy
  • Trems and condition 
  • Disclaimer

আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি এই পেজগুলো আপনার ওয়েব সাইটে না বানিয়ে থাকেন তাহলে কখনোই গুগল এডসেন্সের অনুমোদন পাবেন না।

যত বড় এবং যত ছোট ওয়েবসাইট আপনি ভিজিট করবেন প্রত্যেকটি ওয়েবসাইটে এই পেজ গুলো দেখতে পারবেন।

এই পেজগুলো তৈরি করার জন্য আপনি আপনার ওয়েবসাইট কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন।

 এবং এরকম একটি অপশন আছে নিচের ছবিতে দেখুন।

Google AdSense approval tricks 2022



এখানে ক্লিক করে পেজ গুলো তৈরি করে নিন পেজগুলো সম্পর্কে ধারণা পেতে নিচের লিংকে ক্লিক করুন।

তাহলে কিভাবে পেজ তৈরি করতে হয় সেটি বুঝতে পারবেন অথবা পেইজে কি লিখতে হয় সেটিও জানতে পারবেন।

3. Best quality content

গুগল এডসেন্স অনুমোদনের জন্য আপনার ওয়েবসাইটটি তৈরি করা হয়ে গেলে এবার আপনাকে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল পাবলিশ করতে হবে।

যে আর্টিকেলগুলো মানুষের কাছে অনেক তথ্যবহুল google এর কাছে ও।

এক্ষেত্রে আমি বলব আপনারা ৮০০ থেকে ১০০০ এর একটি ইউনিক পোস্ট লিখুন আপনার সাইটে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পোস্টগুলো আপনি কপি পেস্ট করতে পারবেন না যদি আপনি কপি পেস্ট করেন তাহলে ১০০% নিশ্চিত থাকেন আপনি এডসেন্সের অনুমোদন পাবেন না।

কোন কপি পেস্ট ছাড়া ইউনিক ভাবে আপনি ১৫ থেকে ২০ টি পোস্ট পাবলিশ করুন এবং প্রত্যেকটি প্রত্যেকটি পোস্ট ৮০০ থেকে ১০০০ ওয়ার্ডের ভিতর লেখার চেষ্টা করুন।

ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেখান থেকে বেসিক এসিওটা শিখে নিন এবং আপনার পোস্টে এপ্লাই করুন এইতো হয়ে গেল একটি best quality content ।

4. ALT TEXT POST IMAGE

Alt Text এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রতিটি পোস্টের নিশ্চিতভাবে একটি পিকচার দিতে হবে।

পিকচারে alt Text  নামে একটা অপশন পাবেন সেটিং এ সেখানে আপনার পোস্টে দেওয়া Title অবশ্যই ব্যবহার করতে হবে।

5. Don't don't writing illegal content

হ্যালো ব্লগার আপনি আপনার ওয়েবসাইটের কোন কনটেন্ট কখনোই গুগল সমর্থন করে না এমন কোন পোস্ট লিখতে পারবেন না।

যেমন ধরুন এমন কনটেন্ট হতে পারে, ১৮ প্লাস সেক্সুয়াল কনটেন্ট খুন মারামারি রাহাজানি অ্যালকোহল জাতীয় কোন কনটেন্ট আপনি লিখতে পারবেন না।

এই কনটেন্ট গুলো গুগল সাপোর্ট করে না তাই অবশ্যই সেক্সুয়াল কোন কনটেন্ট লিখতে পারবেন না লিগাল কনটেন্ট লিখতে হবে।

6. Google search console traffic

হ্যাঁ অবশ্যই আপনার সাইটে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসে সেটির সংখ্যা থাকতে হবে।

যেমন মনে করুন আপনি যে পোস্ট করেছেন সে পোস্টে গুগল থেকে অর্থাৎ গুগল সার্চ কনসোল থেকে সার্চ করে মানুষ ভিজিট করে। 

এরকম সংখ্যা যদি আপনার ওয়েবসাইটে দৈনিক ৪০ থেকে ৫০ টা হয় তাহলে আপনি গুগল এডসেন্স আবেদন করুন অনায়াসেই আপনার google এডসেন্স এপ্রুভাল পাবেন।

7. Create a Google AdSense account

হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনি যদি উপরের ছয়টি বিষয় make sure করতে পারেন।

তাহলে এবার আপনি Google AdSense account আপনার জিমেইল থেকে সহজেই তৈরি করে নিন।

অন্য পোস্টঃ- কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন 

আর যদি আপনি উপরের আমার শেয়ার করা গুগল এডসেন্স এর নীতিমালা গুলো পূরণ করতে না পারেন।

তাহলে আমি বলব আপনি এডসেন্স একাউন্ট তৈরি না করায় আপনার জন্য ভালো হবে।

প্রথমে অবশ্যই আপনাকে গুগল এডসেন্স নীতিমালা গুলো অনুসরণ করতে হবে।

এরপরে আপনি সহজেই একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করুন এবং তাতে আবেদন করুন।

google আপনাকে মাত্র ২৪ ঘন্টায় এডসেন্সের অনুমোদন প্রদান করবে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি।

8. Other tips

বন্ধুরা আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি এটি আমার এবং আমার বন্ধুদের ওয়েবসাইটের বাস্তবিক যোগ্যতা থেকে শেয়ার করেছি।

সর্বোপরি এটি গুগল এডসেন্সের অ্যাপ্রুভাল এর নীতি মালা যা পূরণ না করলে আপনি গুগল এডসেন্সের approval পাবেন না ।

আপনি যদি google এর নিয়ম মেনে নিজে আর্টিকেল লিখতে পারেন তাহলে এডসেন্সের পাশাপাশি আপনি গুগল থেকে প্রচুর ট্রাফিক পাবেন।

এবং মাসে সরকারি চাকরিজীবী মানুষ যারা ইনকাম করে আপনি ঘরে বসে সেই পরিমাণে ইনকাম করতে পারবেন।

অন্য পোস্ট পড়ুনঃ- এবার শীতে ত্বকের যত্নে ঘরোয়া টিপস






Previous Post Next Post