ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে-কত টাকা-চার্জ কত বিস্তারিত সব

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে-কত টাকা-চার্জ কত বিস্তারিত সব

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে-কত টাকা-চার্জ কত বিস্তারিত সব। ইসলামী ব্যাংক কতটি শাখা ঠিকানা সমূহ ইসলামী ব্যাংকে ডিপোজিট সিস্টেম ইসলামী ব্যাংক লোন পদ্ধতি ইসলামী ব্যাংকের সেভিং একাউন্ট তথা ইসলামী ব্যাংকের সব ধরনের তথ্য এই পোস্টে প্রদান করা হয়েছে।

আপনি কি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম 2022 বা পদ্ধতি সম্পর্কে জানতে চান? 

যাইহোক, আপনি যদি আজকের নিবন্ধটি মনোযোগ সহকারে পড়েন এবং নিবন্ধে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করেন তবে আপনি সহজেই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আমরা প্রতিটি পেশায় নিয়োজিত। দিন শেষে, আমাদের অনেক কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে হবে। যার জন্য প্রতিটি মানুষ তাদের কষ্টার্জিত অর্থ বাঁচাতে একটি ব্যাংক  অ্যাকাউন্ট তৈরি করছে।

তবে বাংলাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক যেমন এশিয়া, অগ্রণী, ডাচ বাংলা, সোনালী, কৃষি, রূপালী, ঢাকা গ্রাহক সেবা দিচ্ছে। তবে এর মধ্যে ইসলামী ব্যাংক লিমিটেড অন্যতম।

সব ধরনের ব্যাংক গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করলেও ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। তাই আপনি যদি ইসলামিক ব্যাংক একাউন্ট খুলতে চান কিন্তু ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানেন না, তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি খুব সহজেই একাউন্ট খুলতে পারবেন। তাহলে শুরু করা যাক.

ইসলামী ব্যাংকে কি কি একাউন্ট করা যায়

  1. ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট
  2. ইসলামিক ব্যাংক সেভিং একাউন্ট
  3. ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

কিভাবে ইসলামী ব্যাংক একাউন্ট খুলবেন?

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২২

How To Open Islami Bank Account 2022

আজ আমরা ইসলামিক ব্যাংক একাউন্ট খোলার দুটি নিয়ম বা উপায় সম্পর্কে জানবো। প্রথমটি হল আপনার নিকটস্থ ব্যাংকের  মাধ্যমে সরাসরি একটি অ্যাকাউন্ট তৈরি করা এবং অন্যটি হল ঘরে বসে মোবাইল দিয়ে একটি ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা। আমি ধাপে ধাপে বিস্তারিত নিয়ম দেখাব।

সরাসরি ইসলামী ব্যাংকের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম

‘নিয়ম ১’ অনুযায়ী একটি Islami Bank Account Open করতে হলে আপনার কিছু কাগজপত্র বা ডকুমেন্ট এর প্রয়োজন হবে। নিচে সেসব কাগজপত্র গুলো উল্লেখ করা হলো।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে?

  • আবেদনকারীর ২ কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজের)।

  • জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি (জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্মনিবন্ধন বা লাইসেন্স এর ফটোকপি)।

  • যদি শিক্ষার্থী হোন তবে শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্টস।

  • নমিনির ছবি।

  • নমিনির আইডি কার্ড।

  • অর্থের উৎস।

  • মোবাইল নাম্বার (অবশ্যই সচল একটি নাম্বার দিতে হবে)।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ধাপসমূহ

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ধাপসমূহ

ইসলামী ব্যাংক ফরম পূরণের ধাপ সমূহ : Islami Bank Account Open করার ক্ষেত্রে নিমোক্ত ধাপসমূহ ভালোমতো বুঝুন এরপর ধাপ অনুযায়ী একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

প্রথম ধাপ. প্রথমত আপনার স্থানীয় ইসলামী ব্যাংকে গিয়ে সরাসরি ব্যাংকের এজেন্ট এর সাথে অ্যাকাউন্ট তৈরি করার ব্যাপারে কথা বলুন। এজেন্ট কতৃক আপনাকে জিজ্ঞেস করা হবে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো প্রয়োজন সেগুলো আপনি এনেছেন কিনা।

দ্বিতীয় ধাপ. ইসলামী ব্যাংক এজেন্ট কতৃক আপনাকে একটি ফর্ম প্রদান করা হবে। যেটাকে আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে সে অনুযায়ী তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে অথবা যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তবে জন্মনিবন্ধন দিয়ে ফর্মটি পূরণ করুন।

তৃতীয় ধাপ. ফর্মটি পূরণ করা হয়ে গেলে একবার চেক করে নিন সমস্ত তথ্যাদি ঠিক রয়েছে কিনা। এরপর ফর্মটির সাথে যে যে কাগজপত্র গুলো আপনি সাথে এনেছেন সেসব জুড়ে দিয়ে এজেন্ট এর নিকট সমস্ত কাগজপত্র আর ফর্মটি জমা দিন।

৪. এরপর অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক কতৃক ধার্যকৃত নির্দিষ্ট কিছু চার্জ আপনাকে দিতে হবে। যে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সে অনুযায়ী চার্জ ধার্য করা হতে পারেন।

পঞ্চম ধাপ. এই পর্যায়ে ব্যাংকের এজেন্ট আপনার সমস্ত কাগজপত্র গুলো যাচাই করে দেখবে, এবং সবকিছু ঠিক থাকলে তিনি আপনার একাউন্ট খুলে দিবেন

ষষ্ঠ ধাপ. শেষ পর্যায়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি কোড পাঠানো হবে। সে কোডটি দিয়ে আপনি আপনার এটিএম কার্ডটি গ্রহণ করতে পারবেন।

তো এইভাবে খুব সহজেই আপনি ইসলামী ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম:

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

চলুন এই পর্যায়ে ’নিয়ম ২’ বা ঘরে বসে মোবাইল দিয়ে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করার পদ্ধতি সম্পর্কে জেনে নেই। যদি আপনি চাইছেন বাড়িতে বসে থেকেই হাতে থাকা ফোনটির সাহায্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে ফেলবেন, তাহলে নিচের ধাপ সমূহ ভালোমত লক্ষ করুন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বাড়িতে স্মার্টফোন দিয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে সেলফিন (Cell fin) নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন যেটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।

তবুও আপনাদের সুবিধার্থে আমি নিচে অ্যাপটির লিংক দিয়ে দিচ্ছি। উক্ত লিংকে গিয়ে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন ।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনলাইনে অ্যাপ লিংক

অনলাইনে ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম ও পদক্ষেপ

প্রথম ধাপ. প্রথমে আপনি সেলফিন অ্যাপে প্রবেশ করুন। আপনার যদি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট না থাকে তবে একটি তৈরি করুন। আপনি জাতীয় পরিচয়পত্রের সাহায্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

দ্বিতীয় ধাপ। সেলফিন অ্যাপে প্রবেশ করুন এবং প্রথম পৃষ্ঠার নীচে দেখুন A/C অপশনটি খুলুন, এটিতে ক্লিক করুন।

তৃতীয় ধাপ। এখন আপনাকে আপনার সেলফোন অ্যাকাউন্টের পিন নম্বর লিখতে হবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করতে আপনার দেওয়া পিনটি লিখুন। তারপর নীচের “জমা দিন” বোতাম টিপুন।
চতুর্থ ধাপ। 

এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট প্যাকেজ নির্বাচন করতে হবে। অন্য কথায়, আপনি যে ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চান তা নির্বাচন করতে হবে। বর্তমানে ইসলামী ব্যাংক ৪ ধরনের অ্যাকাউন্ট অফার করে। আপনি যে ধরনের অ্যাকাউন্ট খুলতে চান তা বেছে নিতে পারেন।

পঞ্চম ধাপ। এই পর্যায়ে আপনার একটি ফর্ম খোলা থাকবে। প্রথম নিয়ম হল কিভাবে একজন গ্রাহককে সরাসরি ব্যাঙ্কে যেতে হবে এবং একটি অ্যাকাউন্ট খুলতে একটি ফর্ম পূরণ করতে হবে। 

একইভাবে, অনলাইনে একটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে যা অনলাইন ভিত্তিক। আপনার সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। 

তবে তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আছে কিনা তা নিশ্চিত করুন। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন বা লাইসেন্স অনুযায়ী টাকা দিতে হবে।

ষষ্ঠ ধাপ। এই পর্যায়ে আপনার পূরণ করা ফর্মটি একবার পরীক্ষা করা উচিত, আপনি সঠিকভাবে সমস্ত তথ্য প্রদান করেছেন কিনা তা দেখতে। আপনি যদি সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে থাকেন, তাহলে “Next” অপশনে ক্লিক করুন। 

‘Next’ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলবে। যাইহোক, আপনার অ্যাকাউন্ট সক্রিয় হতে সর্বাধিক 72 ঘন্টা সময় লাগতে পারে।
সপ্তম ধাপ। 

অ্যাকাউন্ট খোলার পরে এটিএম কার্ড বা চেক বই দেওয়ার ক্ষেত্রে, আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় নির্বাচিত শাখায় যেতে হবে। 

এক্ষেত্রে গ্রাহককে তার সমস্ত নথি নিয়ে সরাসরি শাখায় যেতে হবে, তার পরিবর্তে অন্য কাউকে যেতে হবে না।

আপনার কাজ শেষ, সব ঠিকঠাক থাকলে আপনার ইসলামিক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

আপনি যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান তবে আপনি SMS এর মাধ্যমে তা করতে পারেন। কোড নিচে দেওয়া আছে.

IBB <space> BAL <space> পাঠান এখানে: 26969

অর্থাৎ IBB BAL লিখে 26969 নম্বরে পাঠাতে হবে। এভাবে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ

ইসলামী ব্যাংকিং ক্ষেত্রে অগ্রগামী। কোম্পানিটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানি আইন, 1913 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোম্পানির অংশীদার হিসাবে।  

৫০ টি সুবিধা সহ, ব্যাংকটি দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক হতে সম্মত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড দ্বারা তালিকাভুক্ত, কোম্পানিটির বাজার মূলধন Rs. 20,000 মিলিয়ন এবং একটি মূলধন Rs. 18,636। 26 লাখ টাকা। 

একটানা 9 বছর ধরে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে 1,000 শীর্ষ ব্যাংকের তালিকায় এবং প্রথম বাংলাদেশী ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

ইসলামী ব্যাংক লোন পদ্ধতি

ইসলামী ব্যাংক লোন পদ্ধতি জানতে ভিজিট করুন

ইসলামী ব্যাংক সম্পর্কে আমাদের শেষ কথা: আজ আমরা ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানলাম। আমি আশা করি আপনি নিবন্ধটি দরকারী খুঁজে পেয়েছেন. আপনার যদি বুঝতে অসুবিধা হয় তবে অনুগ্রহ করে আমাদের মন্তব্যে জানান।

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটে প্রকাশিত লেখা আর্টিকেল গুলো পড়ুন নিচের লিংকে ক্লিক করুন:

গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করবেন যেভাবে 

টেলিটক নাম্বার এমবি দেখার উপায় ২০২২। টেলিটক নাম্বার চেক কোড

এসি ঠান্ডা না কারণ/এয়ার কন্ডিশনিং হঠাৎ ঠান্ডা না হলে কি করবেন

পদ্মা সেতুর দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ কত ৪০ টি তথ্য Padma bridge

অনলাইন থেকে মাসে ৩০/৪০ হাজার টাকা ইনকাম করবেন যেভাবে 

জিপি ইন্টারনেট অফার 2022 – Gp Internet Offer 2022

কিছু নতুন ফোনের রিভিউ ও দাম জেনে নিনঃ

Xaomi Redmi Note 11S 5G Phone Revew  and price in Bangladesh 

Realme GT Neo 3T Review Price In BD রিয়ালমি নতুন ফোনের রিভিউ ও দাম জেনে নিন

Oppo Reno7 5G/ Find X5 Lite Review Price In BD

সুরা মুলক এর শানে নুযূল ও ফজিলত 


ইসলামী ব্যাংক,ইসলামি ব্যাংক,ইসলামী ব্যাংক একাউন্ট,ইসলামী ব্যাংক ডিপিএস,ইসলামী ব্যাংক এফডিআর রেট,ইসলামী ব্যাংক কি সুদমুক্ত,ইসলামী ব্যাংক সুদ মুক্ত কিনা,ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট সুবিধা,ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কি,মুনাফার রেট কত ইসলামি ব্যাংক,ইসলামী ব্যাংক আই ব্যাংকিং,ইসলামী ব্যাংক সেবা,ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং,ইসলামী ব্যাংক mcash,ইসলামী ব্যাংক এফডিআর,ইসলামী ব্যাংক সেলফিন,ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং


islami bank,islami bank dps,islami bank fdr,cellfin islami bank,islami bank account open,islami bank bangladesh limited,islami bank dual currency card,islami bank accoount open,islami bank interest rate,islami bank account opening,open islami bank account online,islami bank ibanking,islami bank bangladesh ltd,dps islami bank,islamic bank,islami bank dual currency prepaid card,islami bank fixed deposit interest rate,islami bank cellfin,islami bank account

Previous Post Next Post