জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম ২০২৩ সালে এসে যারা নিজের জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে জিমেইল পাসওয়ার্ডটি ফিরে পাবেন বা পুনরুদ্ধার করবেন বিস্তারিত নিয়ম কানুন দেখে নিন।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

২০২৩ সালে এসে মানুষের জীবনের সাথে জিমেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম জি মেইলে আমরা নিজেদের কন্টাক্ট নাম্বার পার্সোনাল ফটো পারসোনাল ভিডিও যাবতীয় পার্সোনাল ইনফরমেশন রেখে থাকি।জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি

সেই জিমেইল যখন অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাবে আপনি নিজের জিমেইলের পাসওয়ার্ড জানবেন না, ভুলে যাবেন তখন এই জিমেইল দ্বারা আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।


এমনকি জিমেইলের পাসওয়ার্ড না জানা থাকলে আপনার ফেসবুক আইডি টিকটক আইডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট সহ নানা ভেদো কিছু হারিয়ে ফেলতে পারেন এগুলো হ্যাক করে নিয়ে যেতে পারে একাকাররা খুব সহজেই। 

কিভাবে জিমেইল পাসওয়ার্ড দেখব

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি আমাদের আজকের পোস্টে মনোযোগ দিন গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করুন কিভাবে আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড ফিরে পেতে পারেন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ জিমেইল পাসওয়ার্ড ফিরে পাওয়ার নিয়ম কানুন দেখিয়ে দিব।

Step 1 

জিমেইল পাসওয়ার্ড 

জিমেইল পাসওয়ার্ড পুনের জন্য প্রথমে ই নিচের পিকচারটি লক্ষ্য করুন আপনার সামনে এরকম একটি গুগলের ইন্টারফেস আসবে আপনি আপনার যে জিমেইল টির পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেইলটি প্রথমে বসিয়ে দিন।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম


এবার লক্ষ্য করুন লাল দাগ দিয়ে নিচের দিকে একটি লেখা ইশারা করা হয়েছে Next এখানে ক্লিক করুন এরপরে আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাবে।

Step 2

এবার নিচের দিকে লক্ষ্য করুন আপনার সামনে এরকম একটি পৃষ্ঠা আসবে আপনার যেটা করতে হবে জিমেইল পাসওয়ার্ড পনের জন্য সেটি আমরা পিকচার দেখিয়ে দিয়েছি।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

যেহেতু আপনার জিমেইল পাসওয়ার্ড মনে নেই আপনি জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন এজন্য আপনাকে পাসওয়ার্ড দেওয়ার অপশনটি এড়িয়ে চলতে হবে।


আমরা বোঝার সুবিধার্থে জিমেইল পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য এই পিকচারটি দেখুন লাল দাগ দিয়ে মার্ক করেছি এখানে ইংরেজিতে লেখা আছে forget password এবার আপনি এখানে ক্লিক করুন এবং পরবর্তী পেইজে চলুন।

Step 3

এবার নিচে পিকচারটি লক্ষ্য করুন আমরা আপনার বোঝার জন্য লাল চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

আপনি যে জিমেইলটির পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেইলটি খোলার সময় একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল আপনার মোবাইল নাম্বারটি আপনার সাথে রাখুন আপনি যে ফোন থেকে ট্রাই করছেন আপনার ফোন নম্বরটি যদি এই ফোনে থেকে থাকে তাহলে অটোমেটিক কোড বসে যাবে।

যদি আপনার সেই নম্বরটি মোবাইলে না থাকে তাহলে একটি কোড যাবে ৬ ডিজিটের আপনি সেই কোডটি উপরের পিকচারটিতে লাল চিহ্ন দেওয়া অপশন রয়েছে লক্ষ্য করুন এবার আপনি ৬ ডিজিটের পিন এখানে বসিয়ে Next এ ক্লিক করুন।

Step 4

আপনার দেওয়া নম্বরটি অন্য ফোনে থাকলে ৬ ডিজিটের কোডটি দিয়ে নেক্সট বোতামে ক্লিক করুন।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

কোড বসানো হয়ে গেলে এবার আবারো আপনি নেক্সট অপশনে ক্লিক করুন এরপরে জিমেইল পুনরুদ্ধারের জন্য অথবা জিমেইল পাসওয়ার্ড রিকভারির জন্য আপনাকে নিচের স্টেপটি ফলো করতে হবে।

Step 5

আপনার জিমেইলটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবার আপনি আপনার পছন্দমত সুন্দর একটি পাসওয়ার্ড বসান পাসওয়ার্ডে বিভিন্ন সংখ্যা যুক্ত করুন বিভিন্ন চিহ্নযুক্ত করুন এবং অক্ষরযুক্ত করে ভালো মানের একটি পাসওয়ার্ড যুক্ত করুন এবং একটি আপনার কোথাও লিখে রাখুন অথবা নোট পেড়ে সেভ করে রাখুন মনে রাখবেন এই পাসওয়ার্ডটি আপনার খুবই গুরুত্বপূর্ণ।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

Step 6

উপর থেকে সে বক্স থেকে সেভ করে দিন জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া অত্যন্ত দুঃখজনক বিষয় আপনি নিজের পেইজে লক্ষ্য করুন এবং দেখতে পারবেন আপনাকে একটি অপশন দিয়েছে যেটা আমরা পিকচারে  মার্ক করে দিয়েছি I agree আপনি এবার এখানে ক্লিক করুন শেষ হলো আপনার জিমেইল এর ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার

লক্ষ্য করুন এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস অথবা পেইজ আসছে।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি - পাসওয়ার্ড বের করার নিয়ম

জিমেইল পাসওয়ার্ড� চেঞ্জ 

জিমেইল পাসওয়ার্ড আশা করছি রিকভারি হয়ে গেছে এবার আপনার পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন কারণ আপনারা প্রায় সময় আমাদের কাছে জিজ্ঞেস করেন ভাই জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে জিমেইল পাসওয়ার্ড বের করতে পারি।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি

জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়া যাবে না এটা সংরক্ষণ করুন এটা আপনার মোবাইলের যাবতীয় information এর একটি নির্যাস যদি কেউ আপনার জিমেইলের পাসওয়ার্ড জেনে যায় অথবা নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে সে আপনার ফোনের ৯০% নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সর্বশেষ

বন্ধুগণ আপনাদের আজকের প্রশ্ন ছিল জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি পাসওয়ার্ড বের করার নিয়ম বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড কিভাবে পাবেন অথবা forget করবেন সে নিয়মটি দেখাতে পেরেছি।

এরপরেও যদি আপনাদের এই সম্পর্কে কোন প্রশ্ন থাকে জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি বা পাসওয়ার্ড বের করার নিয়ম এই সম্পর্কে তাহলে আপনি আমাদেরকে সরাসরি মেইল করুন।

আমাদের টেকনিক্যাল টিম আপনাদের জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়া সম্পর্কে সর্বাত্মক সহযোগিতা করবে।

পরিশেষে যদি আমাদের আজকের এই আর্টিকেলটি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব এবং ফেসবুকে শেয়ার করে দিন।



Previous Post Next Post