আপনি যদি একজন কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই বাংলা টাইপিং সম্পর্কে ধারণা থাকতে হবে Bijoy Bangla Typing Sheet PDF 2022 সম্পর্কে আজকের পোস্ট
Bijoy Bangla Typing Sheet PDF, Bijoy Bangla Typing software PDF, bijoy bayanno 16 for pc
কম্পিউটার অথবা ল্যাপটপে বাংলা লিখুন কোন ঝামেলা ছাড়াই । কোন রকমে টাইপিং বিরতি ছাড়া বাংলা লিখুন,
যদি বাংলা লিখতে চান তবে আপনার কম্পিউটারে bijoy Bangla software ডাউনলোড করে নিন বিজয় সফটওয়্যার টি দিয়ে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন ।
Bijoy Bangla Typing software about
বিজয় বাংলা সফটওয়্যারটি তৈরি করেন মোহাম্মদ মোস্তফা জব্বার তিনি 19 49 সালের 12 ই আগস্ট বাংলাদেশের জন্মগ্রহণ করেন।
তিনি একজন বাংলাদেশী ব্যবসায়ী একজন অনলাইন প্রযুক্তি উদ্যোক্তা।
তিনি বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তিনি অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি এর দায়িত্ব পালন করছিলেন
অন্য পোস্ট: মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকামের ৫০টি উপায়
তিনি বিজয় বাংলা কিবোর্ড তৈরির জন্য সুপরিচিত মোস্তফা জব্বার সাহেব ১৯৮৮ সালে বিজয়বাংলা সফটওয়্যার টি তৈরি করেন ।
এবং ইউনিকোড অভ্র প্রকাশিত না হওয়া পর্যন্ত বিজয়বাংলা বহুল ব্যবহৃত বাংলা ইনপুট পদ্ধতিতে ব্যবহৃত হয়।
মোস্তফা জব্বার সাহেব চার চার বার বাংলাদেশ আই সিটি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত হন
Bijoy keyboard download for Windows 10
বিজয় বাংলা একটি পে ইড ভার্সন সফটওয়্যার যা আপনাকে ক্রয় করে ব্যবহার করতে হবে।
ফ্রিতে বিজয় সফটওয়্যার টি পাওয়া যায় না বিজয় বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিনে ব্যবহার করতে হবে।
বিজয় বাংলা সফটওয়্যারটি খুব সহজেই ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ব্যবহার করতে পারেন।
পার্সোনাল ভাবে ব্যবহার করার জন্য পার্সোনাল লাইসেন্স এবং বিজনেস ব্যবহার করার জন্য বিজনেস লাইসেন্স নিয়ে ক্রয় করতে পারেন এই লিংক থেকে কিনুন bijoy Bangla
কিভাবে কম্পিউটারে বাংলা লিখবেন নিয়মাবলী
প্রথমেই বিজয় বাংলা সফটওয়্যার টি আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ডাউনলোড করবেন
এরপর ল্যাপটপ অথবা কম্পিউটারে সফটওয়্যারটি ইন্সটল করবেন।
Microsoft office, Photoshop অথবা অন্যান্য জায়গায় বাংলা লেখার জন্য
১.এরপর ফ্রন্ট সিলেক্ট করুন
২.আপনার কিবোর্ড বাংলায় করুন অথবা শর্টকাট ব্যবহার করুন
৩.Ctrl+Alt+B বাটন চেপে ধরুন তাহলেই বিজয় ক্লাসিক সেট হয়ে যাবে
ওয়েবসাইট অথবা যে কোন ব্রাউজারে বাংলা লিখতে ইউনিকোড ব্যবহার করুন ম্যানুয়ালি ইউনিকোড সিলেক্ট করতে পারেন।
অথবা শর্টকাট ব্যবহার করতে পারেন Ctrl+Alt+V এই বাটন গুলো একসাথে চেপে ধরুন ।
খুব সহজেই কোন ওয়ার্ড বা কিবোর্ডের পরিবর্তন হবে না।
বিজয় ক্লাসিক অথবা বিজয় ইউনিকোড সবগুলো ই একই শর্টকাটে কাজ করে ।
কিভাবে আপনি আপনার কম্পিউটারে কিবোর্ড এর শর্টকাট বা পিডিএফ ফাইল করবেন
আপনি যদি অনলাইনে বসে কোন মানুষের কাছে যাওয়া ছাড়া বাংলা টাইপিং শিখতে চান তাহলে আমাদের দেওয়া এই লিংকটি অনুসরণ করুন bijoy learn
এই লিংকের মাধ্যমে আপনি ঘরে বসে বিজয় বাংলা টাইপিং দিয়ে বাংলা টাইপিং প্র্যাকটিস করতে পারেন ।
অথবা নিচের লিংক থেকে পিডিএফ ফাইল টি ডাউনলোড করে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে প্যাকটিস করতে পারেন।
কোন বাটন দিয়ে কোন অক্ষরটি লিখতে হয় কোন বাটনে কোন অক্ষরটি লুকায়িত আছে সমস্ত কিছুই জানতে পারবেন। আপনি যদি টাইপিং এর নতুন হন ।
তাহলে কোন জায়গায় কোন অক্ষর আছে কোন কিবোর্ডে যুক্তবর্ণ আছে সেগুলো খুজে পাবেন না ।
সেজন্য অবশ্যই আপনাকে এই পিডিএফ ফাইলটি দেখে নিতে হবে ।
বিজয় বাংলা টাইপিং এর জন্য ভিডিওর মাধ্যমে আরো সহজ করেই শিখতে পারেন ভিডিও লিংকটি অনুসরণ করুন video link
Bijoy Bangla typing sheet PDF file download
সর্বশেষ
বন্ধুরা আশা করি আজকের পোষ্টের মাধ্যমে বিজয় বাংলা টাইপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি যদি পোষ্টটি ভালো লাগে উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন ধন্যবাদ ।