ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২। কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২।Qatar World cup 2022

Qatar World cup 2022 picture

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২।Qatar World cup 2022

ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২’ কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২। “পায়ে বল, মাথায় বল , আর হাতে লাগলে হ্যান্ডবল” – আপনি হয়তো শুনেছেন। কারণ সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশেও ফুটবলপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়। এই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে কাতার বিশ্বকাপ 2022( Qatar World cup 2022)  অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২

যেখানে বিশ্বের অনেক দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। নতুন সব ফুটবল জাদুকরের আগমন ঘটবে। আর ফুটবলের নতুন ইতিহাস রচিত হবে গোটা বিশ্বে

তাই আজকের লেখাটি মূলত এই ইতিহাসের রেশ বাড়াতেই লেখা হয়েছে। কারণ, আজ আমি ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

আপনি হয়তো জানেন যে 2022 ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হতে চলেছে। এই কাতার বিশ্বকাপ 2022 এর সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফিফা বিশ্বকাপের ম্যাচ ফিক্সারদের মতে, এই বছরের নভেম্বরে 2022 ফুটবল বিশ্বকাপ শুরু হবে।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালে, অর্থাৎ মে বা জুন-জুলাই মাসে। তাহলে গ্রীষ্মের পরিবর্তে নভেম্বর-ডিসেম্বর মাসে কেন এটি অনুষ্ঠিত হচ্ছে? -হুমম! আপনার মত অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা করেছেন। ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২

তবে করোনা ভাইরাসের নৃশংস প্রাদুর্ভাবের কারণে কাতারে ২০২২ সালের বিশ্বকাপের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সে কারণে মধ্যপ্রাচ্যের এ দেশের আবহাওয়া বিবেচনায় এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

তাহলে আসুন কাতার বিশ্বকাপ 2022 ( Qatar world Cup 2022) এর বিস্তারিত জেনে নেই।

  • 2022 সালের কাতার বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?
  • 2022 সালের কাতার বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?
  • কাতার ফুটবল বিশ্বকাপ 2022-এ কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল?
  • কাতার বিশ্বকাপের সময়সূচী 2022 ছবি | কাতার বিশ্বকাপ 2022
  • সেমিফাইনাল
  • ফাইনাল
  • কাতার বিশ্বকাপের সময়সূচী 2022
  • কাতার বিশ্বকাপের সময়সূচী 2022 (প্রি-কোয়ার্টার গেম)
  • কাতার বিশ্বকাপের সময়সূচী 2022 (কোয়ার্টার ফাইনাল)
  • কাতার বিশ্বকাপের সময়সূচী 2022 (সেমিফাইনাল)
  • কাতার বিশ্বকাপ 2022 (ফাইনাল)
  • কাতার বিশ্বকাপ 2022 স্টেডিয়াম
  • কে 2022 কাতার বিশ্বকাপ স্পনসর করবে?

ফিফা বিশ্বকাপ 2022 এর দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বের মোট 210টি দেশ কাতারে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। কারণ, এই 210টি দেশকে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের যোগ্য ঘোষণা করা হয়েছে।

যদিও কাতারকে স্বাগতিক দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই, কাতার কোনো বাছাইপর্ব ছাড়াই সরাসরি ফিফা বিশ্বকাপ 2022-এ অংশগ্রহণ করতে পারবে। কোয়ালিফাইং রাউন্ড শেষে কাতারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মোট ৩২টি দল অংশ নেবে। ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপ 2022-এ কোন কোন দেশ অংশগ্রহণ করেছে

কাতারে 2022 ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে মোট 210টি দেশ অংশগ্রহণ করেছে। তবে তাদের মধ্যে থেকে মাত্র ৩১ জনকে ফাইনালের জন্য বাছাই করা হবে।

কিন্তু তারপরও কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২। কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২।Qatar World cup 2022


সুতরাং উপরের ছবিটি থেকে আপনি কাতারে অনুষ্ঠিত 2022 ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ নিচ্ছেন দেখে নিন  Fifa World Cup 2022

বিশ্বকাপ ম্যাচতারিকসময়
সেনেগাল বনাম নেদারল্যান্ডস২১ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
ইংল্যান্ড বনাম ইরান২১ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
কাতার বনাম ইকুয়েডর২১ শে নভেম্বররাত ১০ঃ০০
আমেরিকা বনাম ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন/ (ইউরোপিয়ান প্লে অফ)২১ শে নভেম্বররাত ১ঃ০০
আর্জেন্টিনা বনাম সৌদি আরব২২ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
ডেনমার্ক বনাম তিউনিসিয়া২২ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
মেক্সিকো বনাম পোল্যান্ড২২ শে নভেম্বররাত ১০ঃ০০
ফ্রান্স বনাম পেরু/ অস্ট্রেলিয়া/ আমিরাত (আন্তঃমহাদেশীয়-১)২২ শে নভেম্বররাত ১ঃ০০
মেক্সিকো বনাম ক্রোয়েশিয়া২৩ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
জার্মানি বনাম জাপান২৩ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
স্পেন বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( আন্তঃমহাদেশীয় প্লে অফ- ২)২৩ শে নভেম্বররাত ১০ঃ০০
বেলজিয়াম বনাম কানাডা২৩ শে নভেম্বররাত ১ঃ০০
সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন২৪ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া২৪ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
পর্তুগাল বনাম ঘানা২৪ শে নভেম্বররাত ১০ঃ০০
ব্রাজিল বনাম সার্বিয়া২৪ শে নভেম্বররাত ১ঃ০০
ইরান বনাম ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন ( ইউরোপিয়ান প্লে অফ)২৫ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
কাতার বনাম সেনেগাল২৫ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
নেদারল্যান্ড বনাম ইকুয়েডর২৫ শে নভেম্বররাত ১০ঃ০০
ইংল্যান্ড বনাম আমেরিকা২৫ শে নভেম্বররাত ১ঃ০০
তিউনিশিয়া বনাম পেরু/ অস্ট্রেলিয়া/ আমিরাত ( আন্তঃদেশীয় প্লে-অফ- ২)২৬ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
পোল্যান্ড বনাম সৌদি আরব২৬ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
ফ্রান্স বনাম ডেনমার্ক২৬ শে নভেম্বররাত ১০ঃ০০
অস্ট্রেলিয়া বনাম মেক্সিকো২৬ শে নভেম্বররাত ১ঃ০০
জাপান বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( আন্তঃমহাদেশীয় প্লে অফ- ২)২৭ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
বেলজিয়াম বনাম মরক্কো২৭ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
ক্রোশিয়া বনাম কানাডা২৭ শে নভেম্বররাত ১০ঃ০০
স্পেন বনাম জার্মানি২৭ শে নভেম্বররাত ১ঃ০০
ক্যামেরুন বনাম সার্বিয়া২৮ শে নভেম্বরবিকাল ৪ঃ০০
দক্ষিণ কোরিয়া বনাম গানা২৮ শে নভেম্বরসন্ধ্যা ৭ঃ০০
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড২৮ শে নভেম্বররাত ১০ঃ০০
পর্তুগাল বনাম উরুগুয়ে২৮ শে নভেম্বররাত ১ঃ০০
নেদারল্যান্ড বনাম কাতার২৯ শে নভেম্বররাত ৯ঃ০০
ইকুয়েডর বনাম সেনেগাল২৯ শে নভেম্বররাত ৯ঃ০০
ইংল্যান্ড বনাম ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন ( ইউরোপিয়ান)২৯ শে নভেম্বররাত ১ঃ০০
ইরান বনাম আমেরিকা২৯ শে নভেম্বররাত ১ঃ০০
তিউনিশিয়া বনাম ফ্রান্স৩০ শে নভেম্বররাত ৯ঃ০০
ডেনমার্ক বনাম পেরু/ অস্ট্রেলিয়া/ আমিরাত (আন্তঃমহাদেশীয়-১)৩০ শে নভেম্বররাত ৯ঃ০০
সৌদি আরব বনাম মেক্সিকো৩০ শে নভেম্বররাত ১ঃ০০
পোল্যান্ড বনাম আর্জেন্টিনা৩০ শে নভেম্বররাত ১ঃ০০
ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম১ লা ডিসেম্বররাত ৯ঃ০০
কানাডা বনাম মরক্কোর১ লা ডিসেম্বররাত ৯ঃ০০
জার্মানি বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( আন্তঃমহাদেশীয় প্লে অফ- ২)১ লা ডিসেম্বর
জাপান বনাম স্পেন১ লা ডিসেম্বররাত ১ঃ০০
দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল২ রা ডিসেম্বররাত ৯ঃ০০
  গানা বনাম উরুগুয়ে২ রা ডিসেম্বররাত ৯ঃ০০
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড২ রা ডিসেম্বররাত ১ঃ০০
ক্যামেরুন বনাম ব্রাজিল২ রা ডিসেম্বররাত ১ঃ০০

নক আউট পর্ব

বিশ্বকাপ ম্যাচতারিকসময়
এ১ বনাম বি২৩ রা ডিসেম্বররাত ৯ঃ০০
সি১ বনাম ডি২৩ রা ডিসেম্বররাত ১ঃ০০
ডি১ বনাম সি২৪ ঠা ডিসেম্বররাত ৯ঃ০০
বি১ বনাম এ২৪ ঠা ডিসেম্বররাত ১ঃ০০
ই১ বনাম এফ২৫ ই ডিসেম্বররাত ৯ঃ০০
জি১ বনাম এইচ২৫ ই ডিসেম্বররাত ১ঃ০০
এফ১ বনাম ই২৬ ই ডিসেম্বররাত ৯ঃ০০
এইচ১ বনাম জি২৬ ই ডিসেম্বররাত ১ঃ০০

কোয়াটার ফাইনাল

বিশ্বকাপ ম্যাচতারিকসময়
ই১ – এফ২ বনাম জি১ – এইচ২৯ ই ডিসেম্বররাত ৯ঃ০০
এ১ – বি২ বনাম সি১ – ডি২৯ ই ডিসেম্বররাত ১ঃ০০
এফ১ – ই২ বনাম এইচ১ – জি২১০ ই ডিসেম্বররাত ৯ঃ০০
বি১ – এ২ বনাম ডি১ – সি২১০ ই ডিসেম্বররাত ১ঃ০০

সেমি ফাইনাল

বিশ্বকাপ ম্যাচতারিকসময়
৯ ই   ডিসেম্বর দুই বিজয়ী১৩ ই ডিসেম্বররাত  ১ঃ০০
১০ ই   ডিসেম্বর১৪ ই ডিসেম্বররাত ১ঃ০০

তৃতীয় স্থান 

বিশ্বকাপ ম্যাচতারিকসময়
২ সেমি ফাইনালের পরাজিত দল১৭ ই ডিসেম্বররাত ৯ঃ০০

ফাইনাল

বিশ্বকাপ ম্যাচতারিকসময়
২ সেমি ফাইনাল বিজয়ী১৮ ই   ডিসেম্বররাত ৯ঃ০০

কাতার বিশ্বকাপ 2022 এর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলিও নির্ধারিত হয়েছে। উদাহরণস্বরূপ, সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8 টায়) যা বাংলাদেশী সময় হিসাবে রাত 10 টায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২

আর শেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বি মোতাবেক 10 টায়। বাংলাদেশী সময় অনুযায়ী হিসাব করলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাত 1 টায়।

কাতার বিশ্বকাপের সময়সূচী 2022

ফুটবলের প্রতি যাদের গভীর ভালোবাসা তাদের জন্য এবার কাতার বিশ্বকাপের সময়সূচি পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। লাইক, আপনি ইতিমধ্যে কাতার বিশ্বকাপ 2022 সময়সূচী সম্পর্কে জানতে পারেন। এবং আপনার কোনো খেলা মিস করবেন না. তো চলুন জেনে নেওয়া যাক কাতার বিশ্বকাপের সূচি বিস্তারিত।

Date: 21-Nov-2022

  • দুপুর ১ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
  • বিকাল ৪ টা থুমামা স্টেডিয়াম (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
  • সন্ধ্যা ৭ টা খলিফা নামক আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ১০ টা)
  • রাত ১০ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

Date: 22-Nov-2022

  • দুপুর ১ টা জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
  • বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়াম (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
  • সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
  • রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

Date: 23-Nov-2022

  • দুপুর ১ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
  • বিকাল ৪ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
  • সন্ধ্যা ৭ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
  • রাত ১০ টা আল বাইত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

Date: 24-Nov-2022

  • দুপুর ১ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
  • বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
  • সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
  • রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
  • Date: 25-Nov-2022
    • দুপুর ১ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
    • বিকাল ৪ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
    • সন্ধ্যা ৭ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
    • রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

    Date: 26-Nov-2022

    • দুপুর ১ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
    • বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
    • সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
    • রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

    Date: 27-Nov-2022

    • দুপুর ১ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
    • বিকাল ৪ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
    • সন্ধ্যা ৭ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
    • রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

    Date: 28-Nov-2022

    • দুপুর ১ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
    • বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
    • সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
    • রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

    Date: 29-Nov-2022

    • সন্ধ্যা ৬ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
    • সন্ধ্যা ৬ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
    • রাত ১০ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
    • রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

    Date: 30-Nov-2022

    • সন্ধ্যা ৬ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
    • সন্ধ্যা ৬ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
    • রাত ১০ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
    • রাত ১০ টা আল লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
    • Date: 01-Dec-2022
      • সন্ধ্যা ৬ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
      • সন্ধ্যা ৬ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
      • রাত ১০ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
      • রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

      Date: 02-Dec-2022

      • সন্ধ্যা ৬ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
      • সন্ধ্যা ৬ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।  (বাংলাদেশি সময় রাত ৯ টা)
      • রাত ১০ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
      • রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

      কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ ( প্রি – কোয়ার্টার খেলা)

      আপনি হয়তবা জেনে থাকবেন যে, ফুটবল বিশ্বকাপে যেসব খেলা হয় সেগুলো মূলত ধাপে ধাপে এগিয়ে যেতে থাকে। ঠিক তেমনি যখন প্রথমার্ধের খেলা গুলো শেষ হবে। তখন শুরু হবে প্রি-কোয়ার্টার খেলা। এর এই খেলা গুলো পরিচালনা করার জন্য নির্ধারিত সময় নির্ধারন করে দেওয়া হয়েছে। চলুন এবার সেই সময় ও ভ্যানু সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২

      Date: 03-Dec-2022

      • সন্ধ্যা ৬ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
      • রাত ১০ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

      Date: 04-Dec-2022

      • সন্ধ্যা ৬ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
      • রাত ১০ টা আল থুমামা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

      Date: 05-Dec-2022

      • সন্ধ্যা ৬ টা- আল জানুব স্টেডিয়াম ( বাংলাদেশি সময়  রাত ৯ টা)
      • রাত ১০ টা- রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১টা)

      Date: 06-Dec-2022

      • সন্ধ্যা ৬ টা- এডুকেশন স্টেডিয়াম (বাংলাদেশি রাত ৯ টা)
      • রাত ১০ টা-লুসাইল স্টেডিয়াম ( বাংলাদেশি সময়  রাত ১ ট)
      • কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ (কোয়ার্টার ফাইনাল)

        তো প্রি-কোয়ার্টার ফাইনাল শেষে যেসব দল উত্তীর্ণ হবে সেই বিজয়ী দলগুলো কে নিয়ে নিচে উল্লেখিত সময় অনুযায়ী কাতার ফুটবল বিশ্বকাপ এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। যেমন,

        Date: 09-Dec-2022

        • সন্ধ্যা ৬ টা- এডুকেশন সিটি স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
        • রাত ১০ টা- লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময়  রাত ১ টা)

        Date: 10-Dec-2022

        • সন্ধ্যা ৬ টা- আল থুমামা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
        • রাত ১০ টা- আল বায়েত নামক স্টেডিয়াম (বাংলাদেশি রাত ১ টা)

        কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ (সেমিফাইনাল)

        কোয়ার্টার ফাইনাল শেষে যে ৪ টি দল উত্তীর্ণ হবে সেই দল গুলোকে নিয়ে পুনরায় সেমিফাইনাল এর আয়োজন করা হবে। আর নিচে সেমিফাইনাল খেলার সময়সূচি প্রকাশিত করা হলো। ফুটবল বিশ্বকাপের সময়সূচি ২০২২

        Date: 13-Dec-2022

        • রাত ১০ টা -লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময়  রাত ১ টা)

        Date: 14-Dec-2022

        • রাত ১০ টা- আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)

        কাতার বিশ্বকাপ ২০২২ (ফাইনাল)

        সব জল্পনা কল্পনা শেষ করে আমাদের দীর্ঘ অপেক্ষার সেই কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর এই খেলায় যে দেশ বিজয় লাভ করবে। সেই দেশটি ফুটবলের খাতায় নতুন একটি ইতিহাস লিখবে। চলুন এবার কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল এর সময়সূচি সম্পর্কে জেনে নেয়া যাক।

        Date: 18-Dec-2022 (Third Team)

        • সন্ধ্যা ৬ টা – আল খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)

        Date: 18-Dec-2022

        • সন্ধ্যা ৬ টা – আল বায়েত- স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)

কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম

Qatar World Cup 2022 এ যেসব স্টেডিয়ামে উক্ত খেলা গুলো আয়োজিত হবে। সেগুলো একজনজরে দেখে নেয়া যাক।

  • আল খলিফা স্টেডিয়াম।
  • আল বায়েত স্টেডিয়াম।
  • লুসাইল স্টেডিয়াম।
  • আল থুমামা স্টেডিয়াম।
  • এডুকেশন সিটি স্টেডিয়াম।
  • আল জানুব স্টেডিয়াম।
  • রাস আবু আউদ স্টেডিয়াম।
  • আল রাইয়ান।

উপরোক্ত স্টেডিয়াম গুলোতে কবে এবং কখন খেলা অনুষ্ঠিত হবে, সেগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

2022 কাতার বিশ্বকাপ কারা স্পন্সর করবে?

যেহুতু এই ফুটবল বিশ্বকাপ গোটা বিশ্বের কাছে সমাদৃত। তাই এখানে স্পন্সর (Sponsor) পাওয়া মোটেও সহজ কাজ নয়। তবে বর্তমান সময়ের কিছু জনপ্রিয় ব্রান্ড এই বিশ্বকাপে স্পন্সর করতে সক্ষম হয়েছে। যেমনঃ

  1. Budweiser.
  2. Vivo.
  3. Mc Donalds.
  4. Hisense.
  5. Adidas.
  6. Visa.
  7. Qatar Airways.
  8. Hyundai.
  9. Wanda Group.
  10. Coca-Cola.

উপরে যেসব ব্রান্ডের নাম দেখতে পাচ্ছেন এগুলো মূলত কাতার বিশ্বকাপ ২০২২ এর মূল স্পন্সর (Sponsor) হিসেবে যুক্ত করা হয়েছে।

কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছুকথা

আমরা সবাই জানি যে কাতার হলো একটি মরুভূমির প্রখর দেশ। কিন্তুু এরপরও দর্শকদের কথা বিবেচনা করা শীতল আবহাওয়ায় যেন দর্শকরা খেলা উপভোগ করতে পারে সেই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখা হয়েছে।

প্রথম দিকে গ্রুপ পর্বে দিনে ৪ টি করে খেলা থাকলেও দর্শকরা যেন সব গুলো খেলা উপভোগ করতে পারে৷ সেই উদ্দেশ্যে প্রতিটি খেলার মধ্যে দেড় ঘন্টা করে গ্যাপ দেওয়া হয়েছে। আশা করি এবারের বিশ্বকাপ ফুটবল প্রেমীদের কাছে অনেক বেশি আর্কষনীয় হয়ে উঠবে।

আর এই ফুটবল প্রেমীদের বিশ্বকাপের আগ্রহ কে কয়েক গুন বাড়িয়ে দেয়ার জন্য আজকে আমি কাতার বিশ্বকাপ সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটে প্রকাশিত লেখা আর্টিকেল গুলো পড়ুন নিচের লিংকে ক্লিক করুন:

গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করবেন যেভাবে 

টেলিটক নাম্বার এমবি দেখার উপায় ২০২২। টেলিটক নাম্বার চেক কোড

এসি ঠান্ডা না কারণ/এয়ার কন্ডিশনিং হঠাৎ ঠান্ডা না হলে কি করবেন

পদ্মা সেতুর দৈর্ঘ্য উচ্চতা ও প্রস্থ কত ৪০ টি তথ্য Padma bridge

Previous Post Next Post