ঋণ থেকে মুক্তির দোয়া বাংলা উচ্চারণ

ঋণ থেকে মুক্তির দোয়া

ঋণ থেকে মুক্তির দোয়া

ঋণ পরিশোধ করা সম্পর্কে  উত্তম উপদেশ দিয়েছেন । সাথে সাথে ঋণ থেকে মুক্তির দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন । ঋণ থেকে মুক্তির দোয়া বাংলা উচ্চারণ

আরো পড়ুনঃ সালাতুত তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি সে যে দ্রুত সময়ে ঋণ পরিশোধ করে দেয়। কেউ যেন ঋণ পরিশোধের গড়মসি না করে সেজন্য নবীজি বলেছেন, ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু একান্তই দারিদ্রতার কারণে অথবা যে কোন কারণে যদি কেহ ঋণ পরিশোধ করতে না পারে তাহলে করনীয় কি?

ঋণ থেকে মুক্তি পেতে কখন কোন সময়ে দোয়া করবেন?

সে ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বর্ণনা করেন একজন চুক্তিবদ্ধ ক্রীতদাস তার কাছে এসে বলে আমি আমার ঋণ পরিশোধে অপরাগ হয়ে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করুন আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না। যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? যদি তোমার উপর সীর ( সাবির) পর্যন্ত ঋণের বোঝা থাকে অর্থাৎ পাহাড় সমতুল্য ঋণের বোঝা ও যদি তোমার উপর থাকে।

তার পরেও আল্লাহ তা’আলা এই বাক্য পাঠের মাধ্যমে তোমার পাহাড় পরিমান ঋণের বোঝা  পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন

আরো পড়ুন সূরা মূলক এর শানে নুযুল ফজিলত ও বাংলা উচ্চারন

ঋণ থেকে মুক্তির দোয়া আরবি

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

ঋণ থেকে মুক্তির দোয়া বাংলা উচ্চারন

আল্লাহুম্মাকাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগানি বিফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ- হে মহান আল্লাহ তাআলা তোমার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে দূরে রাখ, এবং তোমার দয়ায় আমাকে কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো।

পরবর্তীতে ঋণ মুক্তির জন্য সকাল সন্ধা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক চেষ্টা চালানো। তবেই এই বান্দাকে আল্লাহ তা’আলা অবশ্যই ঋণ মুক্ত করে দিবেন।

শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় সকল ধরনের হয়  ভয়-ভীতি অভাব-অনটন এবং ঋণ থেকে মুক্তি চাইতেন

তাই যারা ঋণগ্রস্থ তারা ঋণ থেকে মুক্তি পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের অনুসরণের মাধ্যমে ঋণ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা হাদীসে এসেছে

ঋণ থেকে মুক্তির দোয়া

হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তা’আলা আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই অবতরণ করেন তখনই এই দোয়া পড়তেন

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়ান্না আজঝি ওয়াল কাছারি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালায়িদ্দিন ওয়া গলাবাতির্রিজাল

অর্থঃ হে আল্লাহ আমি দুশ্চিন্তা পেরেশানি থেকে আশ্রয় চাই , অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ভীরুতা থেকে আশ্রয় চাই,ঋণ থেকে মানুষের উপর নির্ভরতা থেকে আশ্রয় চাই , বুখারী

অন্য পোস্ট পড়ুনঃ - সহজেই বড়লোক হওয়ার দোয়া 

ঋণ থেকে মুক্তির দোয়া

বিশেষ করে দ্বিতীয় দোয়াটি ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই সেজদার মাঝে বসে আল্লাহর কাছে বেশি বেশি করা। বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণমুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল-সন্ধ্যা এবং প্রত্যেক নামাজের দুই সেজদার মাঝে উল্লেখিত দোয়াগুলো পড়া। আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার তাওফিক কামনা করা।

ঋণ পরিশোধের সময়ও দোয়া করা

হজরত আবদুল্লাহ ইবনে আবু রবিআ আল-মাখযুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ অথবা চল্লিশ হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। এরপর নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে (দোয়া করে) বললেন-

بارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالأَدَاءُ

উচ্চারণ : ‘বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা; ইন্নামা ঝাযাউস-সালাফিল হামদু ওয়াল-আদাউ।’

অর্থ : ‘আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। নিশ্চয়ই ঋণের প্রতিদান হলো- তা পরিশোধ করা এবং প্রশংসা করা।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধের তাওফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুন। আমিন।

আমাদের লেখা আরো কিছু পোস্ট পড়ুন নিচের লিংকে

শিক্ষার্থীরা কিভাবে অনলাইন থেকে উপার্জন করবেন

আর্টিকেল লেখা ফ্রিতে মাসে 20/30 হাজার টাকা ইনকাম করবেন কিভাবে

How to make money from online

কিভাবে এসইও শিখে ইনকাম করবেন

কিভাবে নতুন পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করবেন

সম্মানিত ভিজিটরগন আপনি যে সম্পর্কে ভালো বুঝবে সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে ঢুকে মাসে 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম করুন কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আমরা আপনাকে শিখাবো কাজটি করতে আমাদের সাথে যোগাযোগ করুন মেইলের মাধ্যমে

ufkbd.technical@gmail.com

Previous Post Next Post